সংক্ষিপ্ত ইতিহাস
লোহাজুরী ইউনিয়নে কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ছেলে মেয়েদের শিক্ষিত করার চিন্তা করে এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ অত্র এলাকায় একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহন করেণ। এই উদ্যোগের প্রেক্ষিতে অত্র অঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মরহুম জনাব এলাহী বক্সের ৫ পুত্র যথাক্রমে জনাব মোহাম্মদ আলী, জনাব আহাম্মদ আলী, জনাব সুন্দর আলী, জনাব আব্দুর রশীদ ও জনাব আতিকুর রহমান বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় ভূমি দান করেণ। ০১/০১/১৯৬৭ ইং সনে উক্ত ভূমিতে কাঁচা ঘর নির্মান করে দরিদ্র এলাকাবাসীর সহায়তায় বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ০১/০১/১৯৭৩ ইং সনে ১ম স্বীকৃতি ও ৯ম শ্রেণী খোলার অনুমতি লাভ করে। পরবর্তীতে ০১/০১/১৯৮০ সনে বিজ্ঞান বিভাগ ও ০১/০১/১৯৮১ সনে বানিজ্য বিভাগ খোলার অনুমতি পায়। ০১/০৬/১৯৮৪ ইং সনে বিদ্যালয়টি এম পি ও ভূক্ত হয়। ০১/০১/২০১১ সনে কৃষি বিষয়ে খোলার অনুমতি লাভ করে।বিদ্যালয়ের সর্বশেষ স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণের তারিখ ৩১/১২/২০১৩ ইং।